■ বিকল্প
বিদিশা সরকার
এখানেই থেমে যাবো ভাবলে ---
ভাবতে বোলো না
আমি যে তোমার সান্নিধ্যের মিনারেল ওয়াটার
অন্ধকারে অভ্যস্ত হলে সহজ হবে সমস্ত আসবাব,
গিল্টি করা চুড়ির আওয়াজ
খুলে রাখা কার্ডিগান
আর ঘাম
অন্ধকারে অভ্যস্ত হতেই হবে
কারণ
সেরকমই কথা ছিল ।
এই জেগে থাকার থেকেই উচ্চারণ আর সমাধানের
বিভেদ মুছে যাবে,
মুছে যাবে রঙ বিষয়ক নিষেধাজ্ঞা
তোমার ছেঁড়া বোতাম অনায়াসেই সেলাই করে দেবো
অন্ধকারেই
তোমার ব্যথার পিঠে গরম সেঁক
তোমার মায়ের মতো
মেজো পিসীর মতো
অন্ধকারের মতো আগলে রাখবো
মুখ গুঁজে কান্নার একান্ত অনল !
■ সামারিটান
আবার সেই ঘরটাতে
আগোছান আবজানো, কোনো জানলা নেই
ধুলো পিসি দৈবাৎ যেখানে রাতটুকু পার করে
ভিক্ষাবৃত্তি
জীবন যৌবন ...
সে এলো দুর্লভ পরবে
দু-একটা চামচিকে ওকে তো চেনেনা
আরও অন্ধকারে কোনো ......
আমিও ডাকিনি
পৃথিবী বদলে গেলে
আলো বাতাসের হালচাল পাখিরাই শোনায় কখনও --
সে কি পাখি
শ্মশান পেরিয়ে যেন ফিরতা পথে
অনুযোগহীন
শব্দের সংসারে টানাটানি
অথবা আলোর
না বলেই রেখে গেল
আভিধানিক অথবা ফ্রয়েডতত্ত্ব নয়
সকালের আদ্যক্ষর কিছু সঞ্চয়
শব্দের উপরে শুয়ে থাকি
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন