স্বপন পাল

স্বপন পাল

          ঝাঁকের খবর 

পাহাড়ি পাখিরা ঝাঁকে থাকতে ভালবাসে, ভোর ভোর
উড়ে গিয়ে সন্ধ্যেয় ফেরা, প্রতিটি দিনেই লেগে থাকে
একসাথে কথা বলে ওঠা, দূরের ভুট্টাক্ষেতে একসাথে
নেমে আসা কে না দেখেছে, এও তো দেখেছে কতজন,
এক সাথে মরতে ঝাঁপিয়ে পড়া অন্ধ আগুনে।
শীতের দেশের হাঁস এরকমই ঝাঁকে থাকে,
এতটুকু উষ্ণতার খোঁজে হাজার মাইল উড়ে নদী-মুখে আসে,
ছোট ছোট চরে, ঋতু ঘুরে গেলে ফিরে যায় ফের ঝাঁক বেঁধে।
ডিম ফোটা কিছু ছানা উড়তে শিখে দল ভারী করে।
সবাই যে ফিরতে পারে সেরকম নয়, কেউ কেউ হাড়-মাংস,
ঠোঁট ও পালক মাটিতে বিলিয়ে দেয়। দু’একটি পাখি সে রকম
উড়তে না পেরে দলছাড়া হয়ে পড়ে, দিক ভুল করে কষ্ট পায়,
মরে যায় তারপর, পাহাড়ি পাখির মতো করেনা পাগলামি।
মানুষেরা পরিযায়ী হয়ে মাঝে মাঝে দল বাঁধে, ফিরতে ফিরতে
একা হয়ে গেলে এরা মরে যায়না, এরা জানে ঘরের ঠিকানা।
শরীরে বেঁচেই থাকে, মন বেঁচে থাকে কি না কে করেছে খোঁজ ?
স্বপন পাল  স্বপন পাল Reviewed by Pd on আগস্ট ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.