অবসরসম্ভাবনাময় একটি রাতের আড়াল থেকে দেখিবেড়ে ওঠা দিনের বামন মজ্জাএখনও বিরামপড়ে আছে অন্ধের সুনীলদর্শনেতবু নয়ছয়ভাবে জ্বর আসে...আর ভাদুরে আহ্লাদ মেনেগৃহস্থানে লিখে রাখা নাভিপোড়া জন্মের এক্কাগাড়িএবং,প্রিয় ঘুমের কল্পকথাঅন্বয়কোথাও একটা কানেকশনভিজিয়ে দিয়েছে কানন সম্পর্কসমুদ্র একদিকে এবং ওয়াইন থেকে উদ্বুদ্ধ বাবলস্মাঝে লুটিয়ে পড়ে আছে ফাঁকাস্থানআজ আমি এই অন্বয়ীশব্দদেরমেঘের পাশাপাশি উড়ে যেতে দেখেছি বিভাবমৃতের অ্যালার্মবারানসীর ঘন্টাবেজে যাচ্ছে সমানতালেসমর্পণের পাতার সামনেপ্রশমন করো হে তবে... ইচ্ছার রংঅনির্বাণসাধারণ কোনো গহ্বরের কাছেঝুঁকে পড়েছে বাঁশপাতাঅশরীরী সেদিন জানে নাবৃত্তের অন্দরমহলে জমে থাকা শতকোটি দারিদ্র্যের সীমারং নিয়ে প্রাণের মাতোয়ারাগুলোপাখির বাসায়জেগে থাকে। যে যার মতোদৃষ্টান্তহীন মাড়িয়েআমরাই শুয়ে আছি কেবলঅনির্বাণেপেটের শোকাগ্নিতেমানচিত্রকুকুরের স্বপ্ন কী হতে পারেবিশ্বাসের দোরগোড়া থেকে?থাবার নিচে জলের রং নিয়ে নিরর্থক গল্পগুলোসাজিয়ে দিয়েছ সবকিছু ---ঘুম কিংবা পাকস্থলীর ইচ্ছাএই এক মুহূর্তযাকে মানচিত্রের গিলে নিতে না পারাকেমৃত্যু দিয়েছে ছাড়পত্র
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন