শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

অচেতন

চলো ভুলে যাই নিজেদের ইতিহাস,
চলো ভুলে যাই ঘাতকের তরবারি;
শুধু মনে রাখি আরোপিত মিত্রতা,
আর্তনাদকে চাপা দেওয়া দরকারি।

লাগানো আগুন-- আমি বলি দাবানল,
বনভূমি দায়ী, মশালের দোষ নয়।
বেশ ভুলে আছি অতীত পরম্পরা—
পুথিপত্রের ভস্মে জ্ঞানের লয়।

লুণ্ঠিত নারী অথবা জহরব্রত
যদি হয়ে থাকে সে তো সনাতনী ক্ষয়।
এখনও বইছে রক্ত স্রোতের নদী—
চোখ বুজে ভাবি এমন কতই হয়!

চলো আঁকা ভুলি ভবিষ্যতের ছবি,
আঁধার আঁকতে কটাই বা রং নেব?
একখানি চোখ বাঁচানোর অভিলাষে
অন্যটি নয় উপড়ে ফেলতে দেব!

চলো খুঁড়ে তুলি নিজেদের ইতিহাস
চলো কেড়ে নিই ঘাতকের তরবারি,
মাটিতে রক্ত বাতাসে দীর্ঘশ্বাস
এ আর্তনাদ তুলে ধরা দরকারি।

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on আগস্ট ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.