
" সুখের গল্প "
আজকে শুধু সুখের গল্প বলআবছা আলোয় হাতটা ধরি চল ।সাহেব বিবি গোলাম ওসব থাকহিসেব নিকেশ হারিয়ে গেলে যাক ।প্রিয় উপন্যাসের পাতা খানিক ছিড়েনৌকো বানাই এপাশ ওপাশ মুড়ে ।নিয়ন আলোয় বৃষ্টি ভিজি চল ,আজকে শুধু প্রেমের কথা বল ।গরম চায়ে আলতো চুমুক তোরচুপ করে এক আসবে নতুন ভোর ।ক্লান্তি গুলো ঝরিয়ে দিয়ে চল ,আজকে শুধুই সুখের গল্প বল ।।
শর্মিষ্ঠা বিশ্বাস
Reviewed by Test
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by Test
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন