কলকাতা বইমেলায়, লঙ্কাধীশ রাবণ ।

অকারণ অপবাদে, অনৈতিক আক্রমণে এবং অসম্মানে পরাস্ত বীরশ্রেষ্ঠ দশানন। লঙ্কাধীশ। এ-কাহিনি এক কল্পিত নায়কের, যিনি মহাকাব্যে দুর্বৃত্ত হিসেবে অঙ্কিত, অথচ সেই কাব্যের অলিতে-গলিতে পড়ে আছে তাঁর মহৎ হৃদয়ের মণিমাণিক্য। ইতিহাস কিংবা প্রচলিত মহাকাব্যের সঙ্গে এ-রচনার সাদৃশ্য একেবারেই কাকতালীয়। এ-কাহিনি আসলে সেইসব মহাকাব্যিক চরিত্রের, যারা আদতে নিতান্তই মানুষ ছিলেন। মানবিক দোষ-গুণ সম্বলিত সেইসব মানব-মানবী কী কারণে এমন কঠিন জীবন কাটাতে বাধ্য হলেন, তারই খানিক লিখতে চেয়েছেন - অনিন্দিতা মন্ডল।

এ-রচনা সেই নিরুপায় মানুষদের উদ্দেশে উৎসর্গীকৃত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ