২ ফেব্রুয়ারি, রোববার, সন্ধে সাড়ে পাঁচটায় আসুন, একসাথে পথ হাঁটি।

আসুন, একসাথে পথ হাঁটি, মানুষের পাশে দাঁড়াই, ফ্যাসিস্টদের চোখ রাঙানোয় ভয় না পেয়ে।। ২ ফেব্রুয়ারি, রোববার, সন্ধে সাড়ে পাঁচটায়। এনআরসি, সিএএ, এনপিআর এর বিরুদ্ধে। দমদম পার্ক যশোর রোড মোড় থেকে নাগের বাজার।


তথ্য ঋণ
২ ফেব্রুয়ারি, রোববার, সন্ধে সাড়ে পাঁচটায় আসুন, একসাথে পথ হাঁটি।  ২ ফেব্রুয়ারি, রোববার, সন্ধে সাড়ে পাঁচটায় আসুন, একসাথে পথ হাঁটি। Reviewed by Pd on জানুয়ারি ২২, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.