শোভন মণ্ডল

panchpota
ওয়াটারলু
থেকে বুলেটিন

ঘোড়ার খুরের আওয়াজ স্তব্ধ
গাছের পাতা গুলো হাওয়ায় দুলছে
ধোঁয়াউঠছে
মৃতদেহ ছড়িয়ে আছে এখানে ওখানে
রক্তের গন্ধে নেমে এসেছে শিকারী পাখি

দুর্গের ভেতর থেকে শোনা যাচ্ছে গুঞ্জন
আনমনে উড়ছে পতাকা
দিগন্ত ছুঁয়ে জুড়িয়ে আসছে আলো

যুদ্ধ শেষ হয়েছে
শিরস্ত্রাণ খোলো, শিরস্ত্রাণ খোলো নেপোলিয়ন!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ