স্বপ্ননীল রুদ্র

চা-চক্রের অতিথি 

কচি ভুট্টাশিষের মতন নমনীয় রোদ এসে
ভারী পর্দার ওপারে আরও লাজুক হয়ে উঠেছে -
চায়ের সরঞ্জামের প্রভাতী ঠোকাঠুকির তান
স্নিগ্ধ অভিযোগ নিয়ে শিয়রে এসে বসে রয়েছে।
নিমীলিত আমি শুনি, আর ভাবি অভিযোগপর্ব
অনন্তকাল চলুক, থাকুক না এই ফলবতী
আমলকী-ভারে নুয়ে পড়া ডালের মতো সকাল...

চলে যাওয়া সাপের মতন চায়ের পেয়ালা থেকে
উঠে যাচ্ছে বাষ্প, আমি চা-চক্রে রোদকে নেব বলে
পর্দা মৃদু সরাতেই দেখি জানালায় চুল মেলে
ঝুঁকে দুই গাল ঘষছে রোদ গ্রিলের লোহার ফুলে...


স্বপ্ননীল রুদ্র স্বপ্ননীল রুদ্র Reviewed by Pd on এপ্রিল ১৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.