স্বপন পাল

স্বপন পাল
অহল্যার অভিষেক 

তোমার সাধের ভূমি, ভূখণ্ডের মাঝে চেয়েছিলে বৃষ্টি নামুক
বৃষ্টি ভুলে যায় কেন সে দেশ ঠিকানা, তুমি তার উঁকিটুকু দেখ।
কাঠ বনস্পতি সরস হারিয়ে অভিশাপ দেবে, তার নড়ে না পাতাটি
ভূমি-সাধ মরু-জীর্ণ বাকল ফাটিয়ে রেখে গেছে ভ্রুকুটি জিজ্ঞাসা।
তোমার কোলের কাছে শুয়ে আছি ধুলোমাটি মেখে,
তোমার গর্ভের ঘ্রাণ ভুলে গেছি ভূমিষ্ঠ হতেই।
এখন পায়ের কাছে মাথা কুটে ভিক্ষা যত চাই
তাতে ছাই উঠে আসে, জানি না কেন যে
কোন অভিপ্রায়ে গর্ভের আনন্দধন পায়ে দেখে
করতল তুলে রাখো আশীর্বাদ অভয় বিলোতে।
তোমার সাধের ভূমি অমৃত ফসল দেবে পরচর্চা নয়,
এই গূঢ় মন্ত্রখানি বড় দূরে আজও রয়ে গেছে।
ফলে ফুলে চন্দন কর্পূরে তৃপ্তিলাভ করেছ কখনও ?
নাই যদি করে থাকো, একবার অন্তত আশীর্বাদী করতল
গুটিয়ে সংক্ষেপে তর্জনী উঁচিয়ে তুলে ধরো।
একবার ঘট উল্টে লাথি মেরে বলো, ঈর্ষার আগুন নেভাতে,
বৃষ্টি বড় উত্তাপ কাতর, বরফ বাষ্পের মাঝে
জল বড় স্নেহময়, জল সেই বর্ণময় সাধের ভূখণ্ড দিতে পারে,
কাঠ ফুঁড়ে ফুটতে পারে শুভেচ্ছার সবুজ পাতাটি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ