তপশ্রী পাল

তপশ্রী পাল
কলঙ্কিনী কলকাতা

আমার কলকাতা বদলে যাচ্ছে
ঐ তো পড়ে আছে শীর্ণ ভাগীরথী
বড় পলি ওর বুকে, আর মানুষের মনে -
পলির পঙ্কিল অঙ্কে জন্ম নিয়েছে অনেক শ্বাপদ !
মূল্যবোধ বরফের মতন গলে গেছে
আর মাছের মতন পচে গেছে বিশ্বাস ।
শহর বাড়ছে সীমানা ছাড়িয়ে –
বহুতলে ঢাকা টুকরো আকাশ –
ধোঁয়ায় ঢেকেছে চোখ ।
ওরা বড় ধোঁয়া ছাড়ে – বাহনেরা আর
এই অস্থির সময় ।
ওরা বড় অস্থির – ওরা আজই পেতে চায়
পয়সা, সাফল্য, নারী – বিনা আয়াসে ।
ওরা শুধু হিন্দি বোঝে – আর বাংলা? সে বাংলা অন্য ।
গলায় দু ঢোঁক পড়লে, দু চাকায় চাপ দিয়ে ছোটে
আর লোটে – শিক্ষককে পেটাও আর
মেয়ে দেখলে ? জড়িয়ে ধরো, শুয়ে পড়ো ।
কলকাতা, তোমার বিজ্ঞানীরা এখন
ক্যালিফোর্নিয়ায় ক্যালি দেখায় ।
ডাক্তারবাবুরা বিদেশে – বেড়ু করে
ভাগীরথীর দুই পাড়ে, গিজগিজে ভীড়ে
অশিক্ষার বুদ্বুদ ওঠে – দালাল, হালাল, দামাল
প্রোমোটার – উঠছে মিটার !
কেউ আর প্রজা নয় – সকলেই রাজা
এই কলঙ্কিনী কলকাতায় ।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ