রূপক সান্যাল

 রূপক সান্যাল
আমার দিনগুলি

পুরোনো পুকুরের কালো জল
আজ সন্ধ্যায় আমাদের বন্ধু ছিল,
আমার কন্টকিত রাত্রিগুলি আমারই থাক-
তোমাকে দেব না,
ঘুমের ওষুধ প্রতি রাতে
আমার মাথায় হাত বুলিয়ে দেয়।
খুবই সামান্য আলো সঞ্চয় করেছি এজীবনে,
যাবার আগে তোমাকেই দিয়ে যাব।

দিঘীর মত তোমার দুই চোখে
আমি সাঁতার না জেনেও ভেসে থাকতে পারি,
প্রথম বর্ষার জলে
আমি মুছে রেখেছি আমার সামান্য বারান্দা,
গাছেদের ব`লে রেখেছি – ওরা তোমাকে বাতাস দেবে।
আমার রাত্রিগুলি তুমি ছুয়োনা, ওগুলোয় কাঁটা আছে ...

আমি অপেক্ষায় ব`সে আছি –
দশ দিগন্ত ভ্রমণ করতে করতে
যদি কোনদিন ক্লান্তি আসে, তবে
আমার এই নিঃসঙ্গ ডালে একটু জিরিয়ে নিও,
আমি আমার সমস্ত সঞ্চয় খুঁজে দেখছি –
তোমাকে দেবার জন্য
একটি কণাও সূর্যালোক পাই কিনা ........
চ্যাটের কথোপকথন বন্ধ হয়েছে
একটি বার্তা লিখুন...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ