বাতাসে আটকে থাকে প্রদক্ষিন।
আপাতত কুয়াশা নেবে গেছে ছায়ায়,
অহেতুক যারা ইচ্ছামতি পোষে,
মৃদুজল ছুঁয়ে যায় নিয়ম,চোরকাটা মেঘ।
তুমি তাদের জন্ম দেখছো হয়তো-
আমি মৃত্যুবাসর।
সংযম ধরে রাখি তৃষ্ণায়-
সহসা বুঝে নিই তরল জার্নাল।
এখন শীত,চামড়ায় ঋতুটান আঁকা,
সহজ রমন বোঝে সেই রোদের ভাঁড়ার-
আর নিঝুম শক্তি কুড়িয়ে রাখা চন্দ্র বুক।
তুমি তাদের আদর দেখেছো হয়তো-
আমি ক্ষয়ের ভয়।
সঙ্গম ধরে রাখি সংযমে-
আঁকো চিত্রকর,নগ্ন জীবাষ্ম,তীব্র উন্মোচন
নির্বাস যেটুকু,মুছে দাও তূণীর-কুহক।
আঁকো সংকেত,তার হরিণী অঙ্গন্যাস-
সামান্য পক্ষপাত পড়ে থাক,অনলে।
তুমি তাদের হৃদয় দেখেছো হয়তো-
আমি আর্তনাদ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন