মন্দিরা ঘোষ

ধানশরীরের শেকড়
এ এক অন্য শীত, না আলো না অন্ধকারের মাঝে দাঁড়িয়ে জাপটে ধরে একক ইশারায় ... রোদের ঝিল্লি জানলার গ্রিল ধরে মেঝেয় গড়াগড়ি  যায় ... ধোঁয়াপালকে লুকিয়ে থাকে নীল পুকুরের অবাস্তব রূপকথা .....

দুপুরের জানলায় এক অচেনা ঝড় আসে... সেই আসার অপেক্ষায় মার্জিত হয় ঘরের বাতাস.....পরিপাটি  ভাঁজে লুকোনো  রুমালের গন্ধ...
বাহুল্যের সিঁড়িতে কোন দুর্যোগের আলিঙ্গন  নেই ... বেপোট ঝড়ে সব শব্দের গায়ে সাঙ্কেতিক  ডানার ওড়াউড়ি .....স্নানঘরে হিমের সুগন্ধি মাখে ভয়ের ক্রিয়াপদ .....

আসার দোটানায় ঋতু থেকে সরে যায় মাঘের শিশির.....
সমস্ত ওম নিয়ে জেগে থাকে ভেজা ভেজা নদীর চর.... উঠোনের জলোচ্ছাসে আলোহীন আলোর রোশনাই....
শীৎ-এর দীর্ঘশ্বাসে মেঘশাড়ি কখন এলোমেলো বেহিসাব... আকস্মিকতা  ভেঙে বল্গাহীন রমণের অভ্যাস আজ জ্যোৎস্নাঘুম থেকে জেগে উঠবে বলে খোলা আকাশ এঁকে চলেছে অশালীন অন্ধকার ........

ধানশরীরের  শেকড়ে আজ সিঁদুরকথার ছায়া.. ..বাতিঘরে মুমূর্ষু অভিধান খোলা যেখান থেকে শীতের জাড় মেখে শুরু হবে অলৌকিক উড়ান.....


mandira444@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ