কবি আবৃত্তিকার শুভব্রত লাহিড়ী সাংস্কৃতিক পরিমন্ডলে একটি চেনা নাম । এবারের 'শব্দের মিছিল' এর 'একমুঠো প্রলাপ' বিভাগে আমাদের অতিথি । ঋজু দীর্ঘ ছায়ার মানুষটি নাটক নিয়েও কাটিয়েছেন অনেকটা সময় । একসময় রায়গঞ্জ 'ছন্দম" এ অভিনয় করেছেন বেশ কিছু নাটকে । ছোট্ট মফঃস্বল শহর যখন বড় পরিসরের সাংস্কৃতিক মানচিত্রে জায়গা করে নেয় অবশ্যই উপেক্ষা করা যায় না এর ভূমিপুত্রদের অবদান । আসুন , আলাপ করুন , ভালো লাগবে জেনে ।
শর্মিষ্ঠা ঘোষ - কবি শুভব্রত লাহিড়ী নাকি আবৃত্তিকার শুভব্রত লাহিড়ী , আপনার প্রথম পছন্দ কোনটি , আমরা তো দুইই একসাথে উচ্চারণ করি ।
শুভব্রত লাহিড়ী- একদম ঠিক । আমি দুটোতেই স্বচ্ছন্দ । আসলে মনের মধ্যে বুদবুদ কাটে যে ভাবনা তা প্রকাশের আকূলতা , যদি কোন কবির রচনায় পেয়ে যাই তবে আবৃত্তি , আর না পেলে কলম ধরি | তাই দুটোই চলছে ।
শর্মিষ্ঠা ঘোষ - ইংরেজির শিক্ষক হিসেবে যেমন তেমনি আবৃত্তির শিক্ষক হিসেবেও অনেক ছাত্র ছাত্রী তৈরী করেছেন । কোনটা বেশি আনন্দ দিয়েছে ? কেন ?
শুভব্রত লাহিড়ী - আসলে দু' ক্ষেত্রেই তো কাজটা শিক্ষাকারকের । দুটোতেই সমান আন্তরিকতা থাকে । তবে একটা কথা না বলে পারছি না - আজকাল দেখছি সব কিছুতেই একটা চালাকি করে বৈতরণী পার হবার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে প্রকট। সে ভাষা শিক্ষা হোক বা আবৃত্তি। এটা খুব ভাবনার এবং কষ্টেরও ।
একটা সময় পর্যন্ত যেমন বিষয় দক্ষ ছাত্র তৈরী করেছি তেমনি আবৃত্তি শিল্পীও তৈরী হয়েছে । এখন তেমন হচ্ছে না । তাই আনন্দ দু' ক্ষেত্রেই বেশ কিছুটা কমেছে ।
শর্মিষ্ঠা ঘোষ - আপনি যখন শুরু করেছিলেন রায়গঞ্জের মত ছোট শহরে বাচ্চাদের এত ব্যাপক আবৃত্তি শেখানোর ক্রেজ ছিলনা অভিভাবকদের মধ্যে । এখন সকলেই প্রায় শিখছে । পরিবর্তনটা কি সত্যি শিল্পের প্রসার নাকি কিছুটা হুজুগ ?
শুভব্রত লাহিড়ী - খুব ভালো প্রশ্ন । যখন শুরু করেছিলাম তখন আমাদের শহরে স্কুলের অনুষ্ঠানে আর পাড়ার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে কেবল আবৃত্তি হতো । যদিও আমি কখনো অংশ নিইনি । তবে নাটক করতাম । শুনেছি কেউ কেউ নাকি আবৃত্তি করতেন । আমি তাদের কখনো দেখিনি বা শুনিনি । সে অর্থে , বিনয়ের সাথে বলি , আমার হাতেই এই শহরে আবৃত্তি শিল্পের সুচনা ।
চল্লিশ বছর আগে আমাদের শহরে না পাওয়া যেত কবিতার বই না ছিল সংগ্রহ করার মত অর্থ । ঘরে ঘরে রেকর্ড প্লেয়ার বা টেপ রেকর্ডারও থাকতো না । একটা সাধারণ উচ্চারণ দেখিয়ে দেবার লোক মেলা ভার তাই আজকের সময়ে এসে ভাবি , কি কঠিন আকাঙ্খা ছিল। মানে , অসাধ্য সাধনের মত । ওই যে বললাম আকাঙ্খা ... তাই , আকাঙ্খার সাথে প্রচেষ্টা দুয়ে মিলে সবটা হয়েছে ।
ক্রেজের কথা বলছ , কথাটা ঠিক , অভিভাবকের ক্ষেত্রে । এটা মনে হয় ' ব্রততী' কে সামনে রেখে হয়েছে । আট দশ বছরের ছেলে মেয়েদের মায়েরা ' শাড়ি ' বা ' মেঘবালিকার রূপকথা ' শেখাতে চায় , তার নিজের লেভেলের কবিতা ছেড়ে। এটা ওই ক্রেজের কারণে হয় । আরেকটা কারণ শিল্পটার প্রচার ও প্রসার ক্ষেত্রের অনেক বৃদ্ধি ঘটেছে বলেই আগ্রহ বেড়েছে যাকে হুজুগ মনে হতে পারে ।
শর্মিষ্ঠা ঘোষ - কবি হিসেবে কি অ্যাডভান্টেজ পেয়েছেন আবৃত্তিকার হবার ফলে ? বিখ্যাত সব কবির কবিতা দ্বারা প্রভাবিত হয়ে যাবার ভয় ছিল না ? সারাক্ষণই তো কবিতায় বাস করছেন ।
শুভব্রত লাহিড়ী - কবিতা লেখার সময় কবির মেন্টাল ম্যাপটা একটু ভিন্ন রূপ নেয় । আর পাঁচটা সাধারণ মানুষের সাথে মেলে না । এটা আমার ধারণা আর কি । অন্যের কবিতা পড়ার সময় সেই ম্যাপটা আমি অনুভবে দেখতে পাই । ফলে লেখা বা আবৃত্তি করা দুটোই যেন সমান ভাবে আমাকে তৃপ্তি দেয় । কবিতার জগৎ কে জানতে কবিতা তো অনেক পড়েছি , তাই আমার পছন্দের কবিদের থেকে কি লিখবো আর কি লেখা উচিত এই বোধটা জেগেছে । কেমন ভাবে লিখব সেটা আমার শিল্প জ্ঞান । শুধু সাবধান থাকি যেন দূর্ঘটনা না ঘটে ।
শর্মিষ্ঠা ঘোষ - আধুনিক কবিতায় কি ছন্দকে উপেক্ষা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে ? অনেকে বলছেন আবৃত্তিযোগ্য কবিতা নাকি আধুনিক কবিতা হিসেবে তেমন দড় নয় । আপনার কি মত ?
শুভব্রত লাহিড়ী - ছন্দকে উপেক্ষা করার প্রবণতা তো রবীন্দ্রনাথ স্বয়ং শুরু করেছিলেন । গদ্য ছন্দে রচনা 'জীবনধর্মী' হয়ে ওঠে আর পদ্যছন্দে (!) লেখাতে কৃত্রিমতা আসে । তাই তো মিল ছাড়া গদ্যে লেখা শুরু হয় । ছন্দবদ্ধ কবিতা ছিল রূপময় । সে রূপ গদ্য কবিতার নেই বটে তবে বোধের গভীরতা অনেকগুন বেড়েছে । ইদানিং অবশ্য অনেকেই আবার ছন্দে লিখছেন । এটা ভালো বৈচিত্রের কারণে ।
আর আধুনিক কবিতা আবৃত্তিগুণে দর কিনা আজকাল যে সব কবিতা আবৃত্তি হচ্ছে সেসব শুনলেই তা বোঝা যায় । যদিও অনেক না কবিতাও আবৃত্তি হচ্ছে । সে জন্যেই ' বাচিক শিল্পী ' শব্দের জন্ম । আর সুবোধ সরকারের 'শাড়ি' বা জগন্নাথ চক্রবর্তীর 'পার্ক স্ট্রীটের স্ট্যাচু' র মত কবিতা ছন্দে লিখলে কতটা তরল হয়ে পড়ে আবৃত্তিকার নিশ্চয়ই বুঝবেন ।
শর্মিষ্ঠা ঘোষ - সম্প্রতি এক বিখ্যাত কবি বলেছেন আবৃত্তি নাকি শিল্প নয় । কি বলবেন আপনি ?
শুভব্রত লাহিড়ী - হ্যাঁ , শ্রদ্ধেয় কবি মৃদুল দাশগুপ্ত এমন মন্তব্য করেছেন । তা সেটা তো কোন একজনের ব্যক্তিগত মন্তব্য । এমন মন্তব্যের জন্য তো কোথাও জবাবদিহি করার দায় থাকে না । আমার মতে সব শিল্পের মত আবৃত্তিরও একটি প্রকরণ আছে তাই এটি 'শিল্প' সে আপনি মানুন বা না মানুন ।
শর্মিষ্ঠা ঘোষ - আপনার এখন পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রণ্হ কয়টি ও কি কি ? কোথায় পাবে বইগুলি উৎসাহী পাঠক ?
শুভব্রত লাহিড়ী - না বই প্রকাশের বিষয়টা ততটা প্রাধান্য দিয়ে দেখিনি । তবে দু' চারটে ছোট বই একক ও যৌথ ভাবে প্রকাশিত হয়েছে । যেমন -
ক ) বিবাহের বত্রিশ সিক্কা ( রম্য কবিতা )
খ ) মজার ছড়া মজায় গড়া ( চারজনের সাথে )
গ) আবৃত্তির ছড়া ও কবিতা ( সম্পাদনা )
ঘ) প্রিয় নারী কালিদহে ভাসাস আমাকে ( প্রেমের কবিতা )
ঙ ) কবি - কবিতা - আবৃত্তি ( আবৃত্তি শিক্ষার্থীদের জন্য , যন্ত্রস্হ )
চ ) হো চি মিনের 'প্রিজন ডাইরি ' অনুবাদ ( প্রকাশ আসন্ন )
শর্মিষ্ঠা ঘোষ - হঠাৎ আবৃত্তিকার হতে গেলেন কেন ? কার অনুপ্রেরণায় ? কোন প্রথাগত তালিম নিয়েছেন ?
শুভব্রত লাহিড়ী - আসলে কিছু হতে চেয়ে হয়েছি এমন নয় । আমার বড়দা রবীন্দ্রনাথের 'আফ্রিকা ' কবিতাটি জোরে জোরে পড়তেন । শুনে শুনে ছোট বয়সেই স্মৃতিতে বসে যায় । তার পরে হায়ার সেকেন্ডারী পাশ করে ৭৬/ ৭৭ সাল নাগাদ বন্ধুদের তাড়নায় একটা প্রতিযোগিতায় যাওয়া ও প্রথম হওয়া । তার পর আর কি ! ৭০ দশকের আগুনমুখো কবিতাগুলো ছিল প্রেরণা । কোন প্রথাগত শিক্ষা ছিল না । তবে শম্ভু মিত্রের ও প্রদীপ ঘোষের উচ্চারণ অনুসরণ করি । কবিতার অমোঘ টানে আবৃত্তি শিল্পী হয়ে গেলাম । একটা কথা এখানে বলি , কবিতা বলার অপরাধে চাকু র মুখে যেমন পড়েছি তেমনি জীবনের প্রথম চাকরির সুযোগ থেকে ( প্যানেলে প্রথম হওয়া সত্ত্বেও ) বঞ্চিত হয়েছি । এমন অভিজ্ঞতা রাজনীতির কারণে অনেকের আছে কিন্তু কবিতা আবৃত্তি করার কারণে কারো আছে কিনা জানি না । আসলে কবিতাতেই আমার রাজনীতি ।
শর্মিষ্ঠা ঘোষ - কবি হিসেবে ঠোঁটকাটা । প্রতিষ্ঠানের চোখরাঙানির ভয় নেই ? পুরস্কার চাই না ?
শুভব্রত লাহিড়ী - পুরস্কার ? না , কোন সরকারী পুরস্কার পাবার জন্য কবিতা লিখিনা বা আবৃত্তি করি না । পুরস্কারে কোন এ্যলার্জি নেই । অনেক বেসরকারী পুরস্কারও পেয়েছি । কিন্তু সে পুরস্কার " আমি" তে "আমি" থেকেই যেন পাই , " তুমি" হয়ে নয় ।
শর্মিষ্ঠা ঘোষ - যুক্ত আছেন আবৃত্তি শিক্ষার একটি বিখ্যাত প্রতিষ্ঠানের সাথে । একদা করেছেন নাটকও । লেখালেখি তো আছেই । আপনি মাল্টি টাস্কার । যাতে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন । পেয়েছেন মানুষের ভালোবাসা । এসবই কি প্রতিভা , পরিশ্রম কেবল ? খুব ঘষলে মাজলেও কি দ্বিতীয় 'শুভ দা ' হওয়া সম্ভব , সেই বিশেষ ভাগ্য ফ্যাক্টরটি ছাড়া ?
শুভব্রত লাহিড়ী - করেছি অনেক কিছুই এটা ঠিক । মানুষের ভালোবাসাও পেয়েছি অনেক । " কন্ঠস্বর" আবৃত্তি মঞ্চ গড়েছি । চেষ্টা চালাচ্ছি নতুন মুখ উঠে আসুক । এটুকুই তো করতে পারি । আর স্বপ্ন দেখি একদিন আমাকে ছাপিয়ে অনেক বড় হয়ে উঠবে আমার ' উত্তরাধিকার ' ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন