দীপ্যমান রায়

দীপ্যমান রায়
জলঙ্গীর চিত্রপট 

এখানে জোনাকি হয়ে বাড়তে থাকে দূরত্ব,
মনে করো, এখানে কেউ হয়না ভিনদেশী,
এখানে মিলিয়ে যায় খেজুর গাছের অহংকার,
হাওয়ায় একদম একা তার নিস্তেজ পেশী....।।
এখানে কেউ ক্লান্তি মিশিয়ে দেয়,
হয়তো, দুরের একরোখা কীর্তনের সুরে সুরে,
কাঁঠাল গাছের আব্দার ফিরে আসে এখানে,
মেঘলা চোখ নিয়ে আবছা অন্ধকারে..।
কোথাও সবুজ পাট ক্ষেতে লুকোনো,
অনেকটা, স্বপ্নের মুলুকের মতো কবির কল্পনা,
এখানে পদ্মা মন ভাগ করে না,
ভাগ করে শুধু দেশের সীমানা...!



দীপ্যমান রায় দীপ্যমান রায় Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.