তাপস দাস

তাপস দাস
♫তবুও প্রেম

ঠোঁটে ঠিকঠাক জল ছোঁয়াতে পারিনা
নিজের ঠোঁট
এর মধ্যে অবরোধে বসেছে হাটের মানুষ
হাঁকছে দরদাম...

শ্মশানের ধোয়া কয়লার থেকে
বিতাড়িত হয়ে গেছে ধোঁয়ারা, ওদের সাথে
শব্দের লুকোচুরি খেলা চলছে
উপরে শূন্যে

আমি অপেক্ষায়
কাব্যচর্চায় আঁকছি
তবুও প্রেম....




তাপস দাস তাপস দাস Reviewed by Pd on জুন ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.