সম্পর্কের অপর নাম আকাশ হতে পারত। বিষাদের কালো মেঘ জমত তার বুকে। দুঃখগুলো বৃষ্টি হয়ে ঝরলে না হয় পেত কিছুটা সুখ। কিছুটা আবেগ না হয় ফিরে পেত জীবনে।
জীবন, সে-ও সুন্দর হতে পারত, হতে পারত কাদামাটির তালের মতো নরম, নিটোল। ভিন্ন ছাঁচে ফেলে ইচ্ছামত দেওয়া যেত তাদের ভিন্ন রূপ, হত এক-একটি সম্পর্কের জন্ম। যারা জন্মের পরেই পেত একটা দিগন্ত ভরা খোলা আকাশ, যার বুকে নিভে যাওয়া তারার সাথে মিলিয়ে নিত নিজের জীবন।
অথবা সম্পর্ক, হতে পারত আকাশের অন্য নাম ...
ghoshpintu907@gmail.com
পিন্টু ঘোষ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন