সমীরন চক্রবর্ত্তী

সমীরন চক্রবর্ত্তী
♫"তুমি চাইলেই "

তুমি চাইলেই বৃষ্টি হয়ে
        ঝরবো তোমার খোলা চুলে,
তুমি চাইলেই মিশে যাবো
        তোমার করুণ চোখের জলে।

 তুমি চাইলেই বৃষ্টি হয়ে
        আষাঢ় মাসের প্রথম দিনে,
ভেজা মাটির সুবাস মাখা
        কদম দেবো তোমায় এনে।

তুমি চাইলেই নিঝুম রাতে
        টিনের চালে বৃষ্টি নুপুর,
তুমি চাইলেই রামধনু রঙ
        গায়ে মেখে কাটবে দুপুর।

তুমি চাইলেই মেঘলা দিনে
        হিমেল হাওয়ায় বজ্রনিনাদ,
তুমি চাইলেই বৃষ্টি ধারায়
         ধুইয়ে দেবো সকল বিষাদ।

তুমি চাইলেই বৃষ্টি হয়ে
        মিলবো আমি তোমার সাথে,
বর্ষা রানির অঝোর ধারায়
     বৃষ্টি স্নাত সোহাগ রাতে।



সমীরন চক্রবর্ত্তী সমীরন চক্রবর্ত্তী Reviewed by Pd on জুন ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.