শ্রীলেখা মুখার্জ্জী

শ্রীলেখা মুখার্জ্জী
♫মেঘ-স্মৃতি 

মেঘসরণীর আনাচে কানাচে
স্মৃতিরা এক পশলা বৃষ্টির অপেক্ষায়..
আকাশিয়া লুপের ঝাপসা নীল বাঁকে
ক্রমশঃ জড়ো হয় ঝরাপাতার শব্দ
উড়ে যায় দিশেহারা চুপকথার চিরকূট ;

আলবেলা কলেজ ক্যান্টিন
চেনা জানলার কোণ , সেই প্রিয়জন
পড়ন্তবেলার শার্সিতে জলছবি স্পষ্ট..

সোঁদাগন্ধ ভিজে যায় বাইপাস ;

মিনিবাসের কাকভেজা মাস্তুল
দুজনে নিরুদ্দেশে ভেসে যাবার অঙ্গীকার
আঙুল ছোঁয়া..এলোমেলো চুল বৃষ্টিফোঁটা

কিছু চেনা ঘাস আজও জল আদরে সবুজ হয়
অতীত জড়িয়ে বেঁচে থাকে অনন্ত প্রতীক্ষা...
সোহাগী ডাকবাক্সে পরিচিত রামধনু খাম---




শ্রীলেখা মুখার্জ্জী শ্রীলেখা মুখার্জ্জী Reviewed by Pd on জুন ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.