ভেঙেছ তুমি জড়িয়ে থাকা
আমিও ভেঙেছি কিছু
বৈশাখী রোদে পথ হেঁটে ভেঙেছি
অস্থির টান পিছু।
কিছু টুকরো সময় তোমার কাছে
কিছুটা আমার
দিব্যি কাটছে দিন, রঙিন
কেবল মৌনী রাতে দীর্ঘশ্বাসেরা বলে যায়
ভালোবাসা কতটা কঠিন।
শুক্লা মালাকার
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৮
Rating: 5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন