শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
 বাঁশি নয় বংশ 

আমি বাঁশের কারবারি বাঁশির সৌখিনতা আসে না। অনেক না পারার দীর্ঘ ছায়ায় বেশিটাই রাহুগ্রস্ত থাকি। আবার পারার মধ্যে সবাই যা যা পারে , হদ্দমুদ্দ মুনিষ খাটা থেকে শুরু করে কুডুনির মত খুঁটে খুঁটে দিন রাত্রির আনা এক পায়ে চালিয়ে নিতে পারি। কখনো সখনো রেগে উঠতে পারি তার চেয়ে দ্রুত নিভে যেতে পারি , হ্যা হ্যা জিভ ঘুরে মরতে পারি জমকালো নাটকের ব্যাকড্রপে । যা যা ঘটেছে ক্ষয় ক্ষতি বেমালুম ভুলে একই গড্ডলিকায় ডুবে মরতে পারি হাস্যকর পটুতায়। চিহ্নিত অসুখে ঔষধের নিদানপত্র রচনার জন্য একটি জবর প্রস্তাবনা দরকার। তার প্রতিটি ধারা উপধারায় একটি সংশোধনাত্মক লাইন থাক আত্মসমালোচনা মূলক। বারংবার বলা অভ্যাস করি, যা পারি তা পারি, যা নেই তা নেই । নিলে কেউ এমনিভাবেই নিও , এলে কেউ তেমন বুঝেই থেকো । সে আমার শান্তি স্বস্তি ঘুম, মাথা উঁচু রক্তঘামের পাওয়া, দীন পাতে পরম লবনভাত । 




শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.