সঙ্গী
বাতাসে মন কেমনের গুঁড়ো ভেতরে ভেতরে ভেঙে
ফেলতে চায়
কুচির পায়ে পায়ে এগিয়ে যাওয়া কেন জানা নেই
বসে পড়ে যাবার উপায় নেই বলেই বুঝি
চিৎকৃত সংস্কৃতি পীড়া দিতে থাকে
সেসব সময় জড়িয়ে রাখি আঁকড়ে
একান্তের সাধনার ঝংকারও তো তোমারই
হাতে হাত দৃঢ়বদ্ধ দেখি তোমায়
অলীক তো নয় এমন লড়াই স্বেদ শ্রান্তি এবং অর্গাজম
সোনামন , এই তো তুমি নিরন্তর মহাপ্রস্থানের সাথী
বাতাসে মন কেমনের গুঁড়ো ভেতরে ভেতরে ভেঙে
ফেলতে চায়
কুচির পায়ে পায়ে এগিয়ে যাওয়া কেন জানা নেই
বসে পড়ে যাবার উপায় নেই বলেই বুঝি
চিৎকৃত সংস্কৃতি পীড়া দিতে থাকে
সেসব সময় জড়িয়ে রাখি আঁকড়ে
একান্তের সাধনার ঝংকারও তো তোমারই
হাতে হাত দৃঢ়বদ্ধ দেখি তোমায়
অলীক তো নয় এমন লড়াই স্বেদ শ্রান্তি এবং অর্গাজম
সোনামন , এই তো তুমি নিরন্তর মহাপ্রস্থানের সাথী
জয়া চৌধুরী
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন