অনুরোধ
ডেকে ডেকে কাটল সারা বেলা
তবুও সে দিল না সাড়া ডাকে
সে ছাড়া কেউ দেবে না আশ্রয়
শেষ অবধি ডেকেই যাব তাকে।
এখন সামনে ঘন অন্ধকার
পথ হারিয়ে হচ্ছি দিশেহারা
তুমি এসে পথের দিশা দেখাও
হয়েছে বিপথগামী যে ভাইয়েরা।
সীমানা সবাই করছে সুরক্ষিত
দেখি বিভেদের প্রাচীর গড়ে তুলে
সবাই যে বিধাতার সন্তান
সেই কথা যেন গেছে একেবারে ভুলে।
এ সময়ে সাড়া না দিয়ে থেকো না আর
এই সংকটে দেখা দাও তুমি এসে
সকল বিভেদ মুছে গিয়ে
সবার হৃদয় হোক অবারিত
সকল দ্বন্দ হানাহানি নির্মূল হোক এই পৃথিবী হতে
সকলকে আপন ভাবার শক্তি দাও হে প্রভু
সুখে দুঃখে যেন বুকে টেনে নিতে পারে
একে অপরকে ভালবেসে।
ডেকে ডেকে কাটল সারা বেলা
তবুও সে দিল না সাড়া ডাকে
সে ছাড়া কেউ দেবে না আশ্রয়
শেষ অবধি ডেকেই যাব তাকে।
এখন সামনে ঘন অন্ধকার
পথ হারিয়ে হচ্ছি দিশেহারা
তুমি এসে পথের দিশা দেখাও
হয়েছে বিপথগামী যে ভাইয়েরা।
সীমানা সবাই করছে সুরক্ষিত
দেখি বিভেদের প্রাচীর গড়ে তুলে
সবাই যে বিধাতার সন্তান
সেই কথা যেন গেছে একেবারে ভুলে।
এ সময়ে সাড়া না দিয়ে থেকো না আর
এই সংকটে দেখা দাও তুমি এসে
সকল বিভেদ মুছে গিয়ে
সবার হৃদয় হোক অবারিত
সকল দ্বন্দ হানাহানি নির্মূল হোক এই পৃথিবী হতে
সকলকে আপন ভাবার শক্তি দাও হে প্রভু
সুখে দুঃখে যেন বুকে টেনে নিতে পারে
একে অপরকে ভালবেসে।
অমরেশ বিশ্বাস
Reviewed by Pd
on
জানুয়ারি ২০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন