আগামী ১১ জানুয়ারি থেকে শ্রীরামপুরে 'ধ্রুপদ_উৎসব' । ধ্রুপদের দায়িত্ব দর্শকদের ভাল নাটক দেখানো। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে ধ্রুপদের কর্তব্য এমন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো, যাদের হাত মানুষের জন্য প্রসারিত। এই লক্ষ্যে এবারও ধ্রুপদ দাঁড়াবে শ্রমজীবী হাসপাতালের পাশে। সকলেই আসুন -
.
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন