প্রেম আকাঙ্ক্ষা
শব্দের অরণ্যে হারিয়ে যেতে যেতে
ঘন পাতার মত কালো কালো অবসাদ
ঘিরে ধরে নীলার কমলাকোয়া ঠোঁট
থরথর জ্বরের মত কাঁপন দিয়ে
চিনচিনে মেঘ ছাপিয়ে কান্না ভাঙা
সবটুকু তরল সন্ধ্যা গড়িয়ে পড়ে
নিটোল দুটি স্তন বিভাজিকায়
একটি টলটলে দীঘিপদ্মের মত
জন্ম নিতে থাকে একটি কাব্য
একটি প্রেম আকাঙ্ক্ষা
তখনই চতুর্থীর চাঁদ ঝমঝম শব্দে
ঢুকে পড়ে অভিমানী অরণ্যে
গোলাপি চিবুক ছুঁয়ে
হাজার চুমুর জ্যোৎস্না ছড়িয়ে
মোহন চাঁদ নৈঃশব্দ ভাঙে নাভি ও জঙ্ঘায়
অবোধ কিছু শব্দমালায় স্ফুরিত ঠোঁটে
হাজার জন্মের চেপে থাকা ব্যথায় নীলা নীল
সে কিছু বলতে চাইছে ………
পুষ্পিতা চট্টোপাধ্যায়
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন