অমরেশ বিশ্বাস

অমরেশ বিশ্বাস
 বজ্জাতি 

মানুষ হয়ে জন্ম নিয়ে বেজন্মা পেলে আখ্যা
জানতে চাইবে জন্মের কি দোষ?
মিলবে না পরিত্রাণ জেনে রেখো
যদি না দিতে পারো তার সদর্থক  ব্যাখ্যা।

পা দিয়েছে এগিয়ে যেতে
লাথি মেরে ভাব ধন্য
মুটে মজুরের অবদান ভুলে যাও
করো না তাদের মানুষ বলে গণ্য।

অভাগীর মা ঝিগিরি করে কারো বাড়ি করে রান্না
কোন কাজ ছোট নয় শিখেছিল শৈশবে
মালকিন তার বাসি খাবার দেয় এগিয়ে
ওরা মানুষকে মানুষ ভাবতে চান না।

বেকার ছেলেটা হতাশায় ভবঘুরে
অফিসের দরজায় কড়া নেড়ে নেড়ে ক্লান্ত
প্রাইভেট ফার্মে খাটে হাড় ভাঙা খাটুনি
মাসান্তে জোটে মালিকের উচ্ছিষ্ট যৎসামান্য।

জাতের নামে বজ্জাতি অহরহ
সভ্যতার নামাবলি গায়ে চলছে অসভ্যতার কর্ষণ
তথাকথিত উচ্চ বর্ণ হেয় দৃষ্টি করে নিক্ষেপ
আজও সমানে হয়ে চলেছে মানবতার ধর্ষণ।


অমরেশ বিশ্বাস অমরেশ বিশ্বাস Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.