ধারা
বুকের মাঝ গলি দিয়ে
আলতো করে পা টিপে
হেঁটে যায় ঘুম
বিজলিবাতির ভেতর সুখ
নাচ ঘরের উর্বর মুদ্রা
বুক পকেট থেকে ছো মেরে তুলে নেয় সর্বস্ব
সম্ভ্রান্ত জোছনা ঠোঁট জুড়োয়
পলিমাখা উঠোনে
তখন ডায়েরির ভাঁজে শুধু কোঁচকানো অতীত
তিরতির করে ভেজা গায়ে ছুটে চলা
মূর্তির চোখে চকচকে স্বপ্নের ভেতর
দেখতে পাচ্ছি আমারই মতো কাউকে
অথবা
আমাকেই ...
বুকের মাঝ গলি দিয়ে
আলতো করে পা টিপে
হেঁটে যায় ঘুম
বিজলিবাতির ভেতর সুখ
নাচ ঘরের উর্বর মুদ্রা
বুক পকেট থেকে ছো মেরে তুলে নেয় সর্বস্ব
সম্ভ্রান্ত জোছনা ঠোঁট জুড়োয়
পলিমাখা উঠোনে
তখন ডায়েরির ভাঁজে শুধু কোঁচকানো অতীত
তিরতির করে ভেজা গায়ে ছুটে চলা
মূর্তির চোখে চকচকে স্বপ্নের ভেতর
দেখতে পাচ্ছি আমারই মতো কাউকে
অথবা
আমাকেই ...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন