অনুতাপ
একটি ভয়ংকর 'আর্ত-চিৎকার ',
সমাজের ভিত্তি কে ধাক্কা দিয়ে
প্রতিধ্বনিত হচ্ছে বারংবার।
উৎসের সন্ধানে দিশাহীনতা স্পষ্ট।
শিক্ষক, রক্ষক না ধর্ষক?
মনুষ্যত্বের ধারণা অস্পষ্ট!
একশ্রেণী বিষাক্ত কীট
ছড়িয়েছে সমাজের মজ্জায় মজ্জায়।
কখনো চার বছরের শিশু, কখনো বা
অশীতিপর- শয্যায়----।
বিষাক্ত কীট-দংশনে,
সুস্থ-সমাজের পাঁজরে রক্তের ছাপ।
কিন্তু,এই কীটের উৎপত্তি স্থান?
সেও যে 'তথাকথিত শিক্ষিত সমাজ '!
লজ্জিত মনুষ্যত্বের এটাই 'অনুতাপ'।।
একটি ভয়ংকর 'আর্ত-চিৎকার ',
সমাজের ভিত্তি কে ধাক্কা দিয়ে
প্রতিধ্বনিত হচ্ছে বারংবার।
উৎসের সন্ধানে দিশাহীনতা স্পষ্ট।
শিক্ষক, রক্ষক না ধর্ষক?
মনুষ্যত্বের ধারণা অস্পষ্ট!
একশ্রেণী বিষাক্ত কীট
ছড়িয়েছে সমাজের মজ্জায় মজ্জায়।
কখনো চার বছরের শিশু, কখনো বা
অশীতিপর- শয্যায়----।
বিষাক্ত কীট-দংশনে,
সুস্থ-সমাজের পাঁজরে রক্তের ছাপ।
কিন্তু,এই কীটের উৎপত্তি স্থান?
সেও যে 'তথাকথিত শিক্ষিত সমাজ '!
লজ্জিত মনুষ্যত্বের এটাই 'অনুতাপ'।।
স্বর্ণালী ঘোষ
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন