বৈশাখী দাস

বৈশাখী দাস
 ব্রেকিং নিউজ  

খবরকাগজ, প্রথম পাতায় 'ধর্ষণ'
পাঠক সমাজ? অঝোরে করুণা বর্ষণ!
বর্ণনা প'ড়ে, কল্পনা ক'রে দৃশ্য...
উত্তেজক এক সুড়সুড়ি পায় বিশ্ব!
নীল ছবি দেখা,নিষিদ্ধ সেটা বরাবর।
নীল দৃশ্যতে চালাচ্ছে কাঁচি সেন্সর।
পরোয়া করিনা, আছে সংবাদ মাধ্যম,
টাটকা ও তাজা খবর,খাস্তা মোক্ষম।
দর্শাতে গিয়ে পাপীর পাপের মাত্রা,
গোপন অঙ্গের বিশ্লেষণেও ছাড়াচ্ছে ওরা মাত্রা।
কোনো জমায়েত, যে কোনো প্রকার জটলা
'ধর্ষিতা' নারী, আবারো সেখানে একলা।
নানা আলোচনা, এবং নানান বাক্যবাণ,
ক্ষত কুরে তার আবারো আবারো রক্ত স্নান।
পশু প্রবৃত্তি পূর্ণ করছে এক সমাজ
বাকীরা ব্যর্থ বন্ধ করতে গুণ্ডারাজ।
ছোট পর্দায় ব্রেকিং নিউজ 'ধর্ষণ '
চড়া টি আর পি,খবরে মূল আকর্ষণ! 
"কবে ধর্ষণ? কোথায়? কখন?
কতটা হিংস্র? কি তার ধরণ?
ফলাফলটি কি? কিই বা কারণ?
আইনের ফাঁক, বোবা প্রশাসন! "....
প্রভৃতির দিয়ে রসালো রসালো ব্যাখ্যা,  
নবাগতদের উৎসাহ দিতে,দিচ্ছে মিডিয়া শিক্ষা।
বাড়বে চেতনা,জাগ্রত হবে জনগণ?
প্রতিবাদ হেনে, বন্ধ করবে এ পীড়ন? 
হবে সতর্ক, চিনতে শিখবে ছলনা?
অগ্নিগর্ভা জ্বালামুখী হবে, প্রতিটি ভারতললনা?
কিছু সাদামাটা রসিক মানুষ নারীবেশ দেখে ফুঁসছে
কাঁচা খিস্তির উড়িয়ে তুফান, প্রশাসনকেও দুষছে। 
মধ্যবিত্ত ষাট শতাংশ ভারতীয় নাগরিক.... 
ভাবনা এদের বড়ই সীমিত, সংসার কেন্দ্রিক।
কোনো বিপ্লব আনে না কখোনো এদের পদক্ষেপ।
রসাতলে যাক বহির্বিশ্ব, নেই কোনো ভ্রূক্ষেপ!
সাময়িক কিছু ভাবনা, মনের সাময়িক পরিবর্তন।
অবশেষে সেই গতানুগতিক জীবন-জীবনদর্শন!
বরঞ্চ কিছু ইভটিজারের খুশির যে নেই অন্ত
ইভটিজিংয়ের জগতে খুলে যে যাচ্ছে নব দিগন্ত। 
বিশেষত কিছু বিকৃত রুচি ও বিকৃতকামীর দল
চক্ষু কর্ণে পাচ্ছে তৃপ্তি,বাড়াচ্ছে মনোবল।
খবরে,জাবরে,মিডিয়া শুধুই বাড়াচ্ছে অস্বস্তি
মার প্যাঁচ নয়,সরাসরি হোক দোষীর চরম শাস্তি।


বৈশাখী দাস বৈশাখী দাস Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.