মঙ্গলযান
অজস্র ছায়াপথ পেরিয়ে
যোজন যোজন মাইলের, চুল চেঁড়া বিশ্লেষণের পর
গুটি গুটি পায়ে এক, দুই, তিন করে পৌঁছে গেছো
লাল মাটির বুকে মঙ্গল ঘট নিয়ে শান্তির দূত হয়ে
শুধু খুঁজে দেখোনি
এ দেশের বুকে নামহারা বহতা নদীগুলো কে, শুষে নিয়েছে একটা রাম রূপী রাহু,
যাকে ভাসাতে নদীরা আজ প্রতিবাদী বানভাসি (মনে প্রাণে) ....
একদিকে তুমি নতুন করে
দৃষ্টি খুলে দিয়েছ বিশ্বের দরবারে
আর একদিকে ভগবান সেজে রাক্ষসের আবির্ভাব
অশিক্ষার অন্ধকারে, স্বচ্ছতা কিভাবে আসে ,
আচ্ছে দিনগুলো কবে আসবে জানা নেই 'অতল জলের আহ্বানে'
অজস্র ছায়াপথ পেরিয়ে
যোজন যোজন মাইলের, চুল চেঁড়া বিশ্লেষণের পর
গুটি গুটি পায়ে এক, দুই, তিন করে পৌঁছে গেছো
লাল মাটির বুকে মঙ্গল ঘট নিয়ে শান্তির দূত হয়ে
শুধু খুঁজে দেখোনি
এ দেশের বুকে নামহারা বহতা নদীগুলো কে, শুষে নিয়েছে একটা রাম রূপী রাহু,
যাকে ভাসাতে নদীরা আজ প্রতিবাদী বানভাসি (মনে প্রাণে) ....
একদিকে তুমি নতুন করে
দৃষ্টি খুলে দিয়েছ বিশ্বের দরবারে
আর একদিকে ভগবান সেজে রাক্ষসের আবির্ভাব
অশিক্ষার অন্ধকারে, স্বচ্ছতা কিভাবে আসে ,
আচ্ছে দিনগুলো কবে আসবে জানা নেই 'অতল জলের আহ্বানে'
সিলভিয়া ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন