অমরেশ বিশ্বাস



 পারস্পরিক সহযোগিতা 

ঘরের কোণে ইঁদুর বিড়াল লুকিয়ে করে আলোচনা
মিলেমিশে আজ করতে হবে বাঁচার উপায় বিবেচনা।
ইঁদুর বলে শোন বিড়াল রেখো না মনে ফন্দি আর
এসো করি সন্ধি মোরা শত্রুতা শেষ হোক এবার।
মাছ দুধ খাও চুরি করে তাতে কোন আপত্তি নাই
পথের কাঁটা নই আমরা বন্ধু বলে জেনো হে ভাই।
বাঘের মাসী বলে জানি তুমি তো নও সামান্য
তোমার কথা চলব মেনে হবে না কভু অমান্য।
গুজবে কান দেয় না তারা হলেন যারা বুদ্ধিমান
তোমার গলায় ঘণ্টা বাঁধার কথা শুধুই উপাখ্যান।
জালে যদি পড়ো ধরা দিও শুধু ডাক একটিবার
নিমেষে মুক্ত করার মত আছে আমাদের হাতিয়ার।
বন্ধু বলে ভাব আমাদের শত্রু ভলে ভেবো না আর
বাঁচতে হলে পারস্পরিক সহযোগিতা খুব দরকার।

অমরেশ বিশ্বাস অমরেশ বিশ্বাস Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.