কে তুমি,
ফুলের পাপড়ি টুকরো টুকরো করো?
কে তুমি,
গাছের পরে মারো কুঠারের ঘা?
কে তুমি,
পাখির বুকে মারো তীর?
কে তুমি,
রক্তের ধারা দেখে উল্লসিত হও?
তুমি আর যেই হও ,'মানুষ' নও।
তুমি অন্য কোথাও
অন্য কোনো প্রাণহীন গ্রহে যাও।
বিউটি সাহা
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating: 5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন