পলাশ কুমার পাল



 খুকির আবেশ 

একটি ছিল সাদা সুতো
রঙবেরঙের পুঁতি,
তাই নিয়ে সে পড়ল বসে
নন্দীদের ঐ খুকি।
ঘরে তাদের ভীষণ অভাব
একটু আলো চায়,
পুঁতির মালা বেচে যদি
কিছু টাকা পায়।
মা যে তার আজ রোগশয্যায়
করুণ চোখে চেয়ে,
দেখছে পুঁতির মালাগাঁথা
গাঁথছে কেমন মেয়ে।
রঙীন রঙীন পুঁথিগুলো
ঝলমলিয়ে হাসে,
পুতুল পুতুল ছোট্ট খুকি
জড়ায় তাদের ফাঁসে।
সুতোয় যখন বাঁধল সে গিঁট
মালাও হল শেষ,
মায়ের দিকে তাকিয়ে মেয়ে
যেন একটি আবেশ।

পলাশ কুমার পাল পলাশ কুমার পাল Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.