নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
 শ্রাবণধারা 

সখি জলকে চল ...
শ্রাবণের কালো মেঘ ডাকে

ঝিম ঝিম ঝরে রোদ বাউল বাতাস
একতারা বাজে শুধু
বিজলির ঝলকানি স্রোতে

পিচ্ছিল পথে ... ঘন অন্ধকারে
জি,এস,টির ঝলসানো আলো
পথ চলে থামি কোন বাঁকে?

পড়শিনী ষোড়শীর ইশারায় ঢলে পড়ে চাঁদ
যৌবন উঁকি মারে , একটু মাখামাখি
শ্রাবণের জলধারা মিলেমিশে
নতুন গাঙে নতুন জোয়ার ...

সখি ছল ছল চোখ ...
সূর্যের তেজে ভিজবে এ দেহ
কখন আসবে নাগর এ জৌলুসে ...

শ্রাবণের ধারা তুই আনিস সংবাদ ...



নাসির ওয়াদেন নাসির ওয়াদেন Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.