এই আষাঢ় শ্রাবণে
নীল বৃষ্টির ফোঁটা নামে
আমাদের প্লাবিত অঙ্গণে ,
এই আষাঢ় শ্রাবণে ।
যন্ত্রণায় স্নান মৃত্তিকার ।
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে ,
এই নির্বিকল্প ভোরে ।
বৃষ্টি এলে আমি ভিজবো না
আগুনের নীল শিখায় আরও একবার
জ্বলে উঠতে চাই ,সুচেতনা ।
তীব্র বজ্রপাতে পুড়ে গেছে ঘর
আমি চিনেছি তোমার মুখ
হিংসার ,ভোগলিপ্সার ।
গলায় স্পষ্ট পাঁচ আঙুলের দাগ
দীর্ঘ দহনে নিঃস্ব এই পৃথিবীর বুক
মৃত্যুর আগে প্রবল বৃষ্টি দাও
আশাপথ ধরে এসো তুমি দেবদূত ।
নীল বৃষ্টির ফোঁটা নামে
আমাদের প্লাবিত অঙ্গণে ,
এই আষাঢ় শ্রাবণে ।
যন্ত্রণায় স্নান মৃত্তিকার ।
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে ,
এই নির্বিকল্প ভোরে ।
বৃষ্টি এলে আমি ভিজবো না
আগুনের নীল শিখায় আরও একবার
জ্বলে উঠতে চাই ,সুচেতনা ।
তীব্র বজ্রপাতে পুড়ে গেছে ঘর
আমি চিনেছি তোমার মুখ
হিংসার ,ভোগলিপ্সার ।
গলায় স্পষ্ট পাঁচ আঙুলের দাগ
দীর্ঘ দহনে নিঃস্ব এই পৃথিবীর বুক
মৃত্যুর আগে প্রবল বৃষ্টি দাও
আশাপথ ধরে এসো তুমি দেবদূত ।
কোয়েলী ঘোষ
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন