অমরজিৎ মন্ডল

অমরজিৎ মন্ডল
 আরো চাই 

আরো চাই , আরো চাই
আরো চাই জমি ।
মেটেনা তৃপ্তি বাবুর
পরনেতে পোশাক যে দামি ।

অট্টালিকায় থাকেন বাবু
ভেঙে কত সংসার ।
এত জমি কি হবে
জানা আছে কি তার !

আছে জমি বিঘা বিঘা
এখানে ওখানে ।
হানাহানি  করে বাবু
করে প্রয়োজনে ।

জমি কেনা নেশা বাবুর
পেশা নয় তার ।
গৃহহীন হলে হবে
জমি চাই তার ।।



অমরজিৎ মন্ডল অমরজিৎ মন্ডল Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.