ঈশ্বর
ঈশ্বরপ্রণয়ী তুমি
ফুল বেলপাতা নিয়ে প্রতিদিন
অগণিত ভক্তের পেছনে একা
ভক্তির আড়ালে
কখনো বা বিরক্তি মেখেছো
রোদে জলে ক্লান্ত হয়ে
খুঁজেছো নতুন কোনো
অমল আশ্রয়
চোখ ছিলো বন্ধ দরোজায়
চোখ ছিলো অশরীরী শরীরের দিকে
চেতনাপ্রবাহে শুধু
দেহবাদী স্বপ্ন নিয়ে
নিপুণ ভণিতা আর
অনিবার্য লোভে
সারাক্ষণ খুঁজেছো ঈশ্বর
পাথরের সুঠাম শরীর
মৃণাল বসুচৌধুরী
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন