বর্ষা বর্ষা নেমেছে তোমার শরীরে পুকুরের মাছ উঠে এসেছে ডাঙায় তাদের বাঁচাতে পারবে তো? চাল থেকে চুঁইয়ে পড়ছে জল চুঁইয়ে পড়ছে আমার ইচ্ছের দড়ি, বর্ষা নেমেছে তোমার শরীরে আমি কেন কেঁপে উঠলাম।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন