সোমনাথ গুহ



 রবিঠাকুরের প্রতি

খনো আকাশের বুকে চির অম্লান তুমি
আমাদের অন্ধকারময় ঘরে আলো,
তোমাকে এখনো বড় প্রয়োজন
তুমি জেগে আছো আমাদের আজন্ম।

দেখেছি ভোরের ফুলে,
দেখেছি তোমার গানের কুড়ি সন্ধ্যালোকে,
আমাদের যাওয়া-আসার সরু পথে
তোমার রাজপথ হেসে দাঁড়িয়ে থাকে।

এখনো  প্রাণবন্ত তোমার সুবর্ণতরী
সর্পিল জীবনের বাঁকে শান্তির নিকেতন,
তুমি দিয়েছ খুলে আমাদের সব বন্ধ দুয়ার
তুমি প্রাণের মাঝে চির অম্লান আলোর রতন।



সোমনাথ গুহ সোমনাথ গুহ Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.