অপবিত্র শব্দ লিখছি
ভুল শব্দের খাতা খুলে বসেছি প্রত্যেকেই-
নোংরামোকে শৈল্পিকতা বলি,মাথায় চাপিয়ে দিচ্ছি খিস্তি-খেউর
অপবিত্র হয়ে যাচ্ছে অবশিষ্ট পঙতিমালা।
কানে হাতা চাপা দিচ্ছি কেউ কেউ,কাঁমড়ে আছি দাঁতে দাঁত।
বিবেক জাদুঘরে বিক্রি হয়ে যাবে একদিন,
ক্রমশই ঈর্ষাবোধ জেগে উঠছে-
পায়ে দলিয়ে সিড়ি খুজছি উপরে উঠার।
শয়তান শকুন
মাঝে-মাঝেই ভুলে যাই অন্তর্বাস জড়িয়ে নিতে-
তাতে অন্য সবার মতো সমস্যার সূত্রপাত হয়না
শিশ্ন দন্ড আড়ালে শয়তান শকুন হয়ে উঠে না বেশ্যাপুরুষের মতো
অন্তর্বাস ঝুলে থাকে অন্ধকার বারান্দায়-
মনুষ্যত্ব কলুষিত হবার পথ থেমে থাকে,
অন্ধের অনুভূতিতে জানিনা কতখানি পাপ লেখা হয়।
অরুদ্ধ সকাল
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন