শামীম পারভেজ

শামীম পারভেজ
 বৈশাখ এলেই 

বৈশাখ এলেই পড়ে মনে
কালো মেঘের ভেলা
এ ভেলাই আনে বয়ে
ঝড় বৃষ্টি মেলা

বৈশাখ এলেই পড়ে মনে
অঝরে ঝরে বৃষ্টি
এ বৃষ্টি আনে বয়ে
দু:খ কষ্টের লিস্টি

বৈশাখ এলেই পড়ে মনে
বৃষ্টির পর সুখ
ধুয়ে মুছে আনে বয়ে
সবার হাসি মুখ

বৈশাখ এলেই পড়ে মনে
বৈশাখি মেলায় যাওয়া
এ আনন্দ আনে বয়ে
ইলিশ পান্তা খাওয়া

বৈশাখ এলেই পড়ে মনে
ঢোল একতারার সুর
এ সুরেতেই আনে বয়ে
হৃদয় শান্তিতে ভরপুর

বৈশাখ এলেই পড়ে মনে
বাংলা বছর এলো
শুভ নববর্ষ আনে বয়ে
সুখের শুভ্র পায়রাগুলো।



শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.