তোমাকেই চায়
তার সুদূরপ্রসারী দুটি চোখের তারা
আমার মুখের ওপর স্থির ।
বৃষ্টির ঝেঁপে আসা শব্দে তার সুর
কাঁপতে থাকে থিরথির ।
তার মন আজ অভিসারী আদিগন্ত
ভেসে যাওয়া আকাশনীল ।
ফোঁটা ফোঁটা জলকণায় মিশে থাকে
তার উচ্ছ্বাসের মতিঝিল ।
আলতো ছোঁয়ায় চুপিসারে কানে কানে
অবিরাম সে বলে বলে যায় ।
শোনো পাখি বলে রাখি আজন্ম এই মন
শুধু তোমাকে তোমাকেই চায় ।।
তার সুদূরপ্রসারী দুটি চোখের তারা
আমার মুখের ওপর স্থির ।
বৃষ্টির ঝেঁপে আসা শব্দে তার সুর
কাঁপতে থাকে থিরথির ।
তার মন আজ অভিসারী আদিগন্ত
ভেসে যাওয়া আকাশনীল ।
ফোঁটা ফোঁটা জলকণায় মিশে থাকে
তার উচ্ছ্বাসের মতিঝিল ।
আলতো ছোঁয়ায় চুপিসারে কানে কানে
অবিরাম সে বলে বলে যায় ।
শোনো পাখি বলে রাখি আজন্ম এই মন
শুধু তোমাকে তোমাকেই চায় ।।
ইন্দ্রাণী সরকার
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন