ইউনেস্কো ১৯৯৯ সালের ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। তাই এই দিনটিকে স্মরণে রেখে চুঁচুড়ার "ছায়াবৃত্ত" পত্রিকার উদ্যোগে হাওড়া বর্ধমান মেইন লাইন শাখার তালাণ্ডু স্টেশনে পালিত হল বিশ্ব কবিতা দিবস।
অনুষ্ঠানের শুরু হয় অকালপ্রয়াত সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে। পরে আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন পত্রিকার সম্পাদক হরিৎ বন্দ্যোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি সনৎ দে, অরুন্ধতী সেনগুপ্ত, তারাপ্রসাদ সাঁতরা, সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, দেবীদাস নন্দী, দীপালকান্তি ভট্টাচার্য, শুভাশীষ দত্ত, নাসিমা বেগম প্রমুখ। খোলা আকাশের নীচে রেল প্লাটফর্মে ওপর চলমান জনতার মাঝে আজকের অনুষ্ঠান একটা অন্য মাত্রা পেয়েছে।
পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়েছে, কখনও কেউ কবিতার টানে শ্রোতার পরিচয়ে অনুষ্ঠানে মগ্ন হয়ে গেছে। লোকাল ও মেল ট্রেনের যাতায়াতের সময় অনুষ্ঠান কয়েক মিনিটের জন্য থেমে গেছে আপন নিয়মে। আবার কিছুক্ষণ পরেই অনুষ্ঠান স্বরূপে বিরাজ করেছে। অনুষ্ঠানের শেষ পর্বটি সাজানো হয়েছিল একটি বিতর্ক বিষয় নিয়ে। "ফেসবুক কবিতা আগামী দিনের কবিতা ভুবনকে সমৃদ্ধ করবে "---------- যুক্তির জাল বোনেন সৌমিত সুর, শুভাশীষ দত্ত, সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, তারাপ্রসাদ সাঁতরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হরিৎ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানের কিছু মুহুর্ত
তালাণ্ডু স্টেশনে বিশ্ব কবিতা দিবস
Reviewed by Pd
on
মার্চ ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২১, ২০১৭
Rating:



কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন