আলো বসু

আলো বসু
 প্রাণের আলাপ 

আমাকে রচনা করো প্রথম পাঠক,
অক্ষরের সিঁড়ি ভাঙতে ভাঙতে
ভিড়ের মধ্যে একা মানুষ ---দক্ষ ডুবুরি,
কৌশলে তুলে আনো জলের পেটের কথা ---
দ্বন্দ্বমুখর জোড়া মীনের চক্রবৎ আবর্তন ,
অন্ধকারে জ্যোৎস্নামতি আরাধনা
ঝিনুকের বদ্ধ ঘরে
নুড়ি পাথর ভেঙে জলজ্যান্ত দুনিয়ার
প্রবাল রঙ আলো করশাখায় ধরে রাখো
হে সারস্বত পূজারি, দিনরাতের এই পাথর ভাঙা নিয়তি কেবলমাত্র
একটি শিল্প শরীরের জন্য
আহা ! তোমার সঙ্গে প্রাণের খেলা
যেখানে মুখোশের  আড়াল থেকে
শ্বাস নিতে বেরোয় একটা মুখ ,
যখন ঈশ্বর দু দন্ডের জন্য বৈঠকখানা ঘরে



আলো বসু আলো বসু Reviewed by Pd on মার্চ ১৪, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.