সঞ্জয় মণ্ডল

সঞ্জয় মণ্ডল
 মা ভাষা: ২১ শে ফেব্রুয়ারি 

উন্মত্ত জনজোয়ার, গা ভাসানো সুর
তারই মাঝখানে ভাষা জননী ডুকরে কেঁদে ওঠে।
অবিমিশ্রতার মিশ্রণে সান্দ্র জননীর মৌলিকতা।
অসহ্য জ্বালা ধরায় কৃত্রিম পুরুষালী ছাপ!
টিয়া পাখির সস্তা বুলি ধার ক'রে- অস্তিত্বহীন দৃশ্যপটের কাছে।
ধূসরতায় প্রায় মজে যায় জননীর কায়-বসন

মাতৃত্বের বাণডাকা জোয়ার আসে
সালাম, বরকত, রফিকের শোণিত স্রোতে
       গুমরে কেঁদে ওঠে বাংলা, ছড়িয়ে পড়ে বিজয় স্রোত

অশ্রু মুছে ঝাপসা কাটায় মা-ভাষা।
চলার গতি থমকে দাঁড়ায়, বিশ্বায়নের চাপে
মাতৃভাষার ২১ তারিখ কারও চাপে থমকায় না
কেবলই তার এগিয়ে চলা
            নতুন সূর্যের আগে।।






সঞ্জয় মণ্ডল সঞ্জয় মণ্ডল Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.