জামরঙা কাব্য -৭
ঠিক একদিন শুয়ে যাবো, রুপসী মনামীর জামরঙা কোলে
যেভাবে আকাশকে ভালবেসে মাটি মা হয়
সেরকম...না কালাচাঁদের মতো নয়... অতীনের
মতোও নয়... পৃথিবীকে ভালবেসে নক্ষত্রের
হেম, নরম শিশিরের হাত ধরে নামে... উদাস
সকালে বা বিরহী রাত্রির গায়ে... অঘ্রাণের
পেল্লব কপালে ---না, এভাবে তো অনেকেই
ভালবাসতে পারে ---আমি তার ধ্রুমবতী চলনকে
অতিক্রম করতে চাই পরম সারল্যে... কৃষ্ণবালিকার
পায়ে ---চড়াইয়ের মতো নরম বুক নিয়ে...
#
পাহাড়কে ভালবেসে নারী নরম নদী হলেও --জলন্ত কাঠ
পুরুষ কোনদিন হতে পারে না ---বরং
উল্টোটাই হয়... বুদ্ধের বোধির মতো...
তথাগত প্রেমকে অতিক্রম করে, পুরুষও একসময়
নারী হয়... তার হৃদকমলে সুঘ্রাণ আসে ---
আমি সেই গন্ধটাকে খূঁজি ---বারবার
দেহের খোলস পরে... আমার পূর্বসূরির প্রেমে ---
বুকের নরম স্তনের নিচে ---সুগন্ধি রুমাল থেকে ---
অতরের গন্ধ বের হয় ---আমি রুপসী মনামীর পায়ের নিচের
পথের ধুলো থেকে ---সেই ঘ্রাণ যেন আসে
আমার সাপের মতো নাকে...
#
হ্যাঁ, এভাবে প্রেম সার্থক কিনা জানি না ---তবে
এভাবে প্রেম না পাওয়ার জন্যই এই জন্মান্তর
বেদনার বিজন ঘাসে... সবাই কাঁটার উপর
উবুড় হয়ে শুয়ে...
ঠিক একদিন শুয়ে যাবো, রুপসী মনামীর জামরঙা কোলে
যেভাবে আকাশকে ভালবেসে মাটি মা হয়
সেরকম...না কালাচাঁদের মতো নয়... অতীনের
মতোও নয়... পৃথিবীকে ভালবেসে নক্ষত্রের
হেম, নরম শিশিরের হাত ধরে নামে... উদাস
সকালে বা বিরহী রাত্রির গায়ে... অঘ্রাণের
পেল্লব কপালে ---না, এভাবে তো অনেকেই
ভালবাসতে পারে ---আমি তার ধ্রুমবতী চলনকে
অতিক্রম করতে চাই পরম সারল্যে... কৃষ্ণবালিকার
পায়ে ---চড়াইয়ের মতো নরম বুক নিয়ে...
#
পাহাড়কে ভালবেসে নারী নরম নদী হলেও --জলন্ত কাঠ
পুরুষ কোনদিন হতে পারে না ---বরং
উল্টোটাই হয়... বুদ্ধের বোধির মতো...
তথাগত প্রেমকে অতিক্রম করে, পুরুষও একসময়
নারী হয়... তার হৃদকমলে সুঘ্রাণ আসে ---
আমি সেই গন্ধটাকে খূঁজি ---বারবার
দেহের খোলস পরে... আমার পূর্বসূরির প্রেমে ---
বুকের নরম স্তনের নিচে ---সুগন্ধি রুমাল থেকে ---
অতরের গন্ধ বের হয় ---আমি রুপসী মনামীর পায়ের নিচের
পথের ধুলো থেকে ---সেই ঘ্রাণ যেন আসে
আমার সাপের মতো নাকে...
#
হ্যাঁ, এভাবে প্রেম সার্থক কিনা জানি না ---তবে
এভাবে প্রেম না পাওয়ার জন্যই এই জন্মান্তর
বেদনার বিজন ঘাসে... সবাই কাঁটার উপর
উবুড় হয়ে শুয়ে...
অনিরুদ্ধ দাস
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন