অপরাধী
কথার কথা বলবো এমন আমার কোনো ছল থাকে না
ঝাপসা হওয়া চোখের কোণে রক্ত ছাড়া জল থাকে না
প্রগাঢ় হোক অথবা মৃদু, তোমার ঘ্রাণের ঘোরে আকুল
এই যাপনে এই কথাটি ভাবার কোনো তল থাকে না।
তল মানে শেষ, তোমার অতল জানি বলে অনিঃশেষে
আশায় আশায় বুক বেঁধে ঠিক আয়নাতে আজ নিজের চোখে
চোখ রাখতেও ভয় থাকে না, ভয় মানে শেষ, তাই
শেষ বলে তো রাখিনি কিছু, অজান্তে কোন বজ্রপাতে
সোনার প্রহর বৃথা গেলে অপরাধীর মতো বেঁচেও
ভাঙা সাধের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে জুড়তে বসে
আমার হারের ভয় থাকে না, তোমায় নিয়ে উপাসনার
ঘরে আমার মগ্ন সাধন, একটুও তার ক্ষয় থাকে না।
রাহুল ঘোষ
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন