অবিন্যস্ত বোধ ছুঁয়ে
মুহূর্তযাপনের প্রাত্যহিকতা ছাপিয়ে
ফেলে আসা ঋণের আবয়ব ফুটে ওঠে,
হলদেটে অভিমানের পরিসর পেরিয়ে
জন্ম নেয় অনভ্যস্ত ভোরের পাখি..
ভেঙে যাওয়া হাত-আয়নার কোলাজ
গোলাপী বিকেলের ফিসফাস গল্প বলে,
প্রত্যাশার লোহিত সাগরে ঢেউ ভাঙে—
সবুজাভ প্রান্তর ছুঁয়ে হেঁটে চলে দুপুর..
ব্যস্ততাময় শহরতলীর ভাঁজে
নিভৃতে ডানা মেলে সোহাগী শীত,
হিল্লোলিত ছায়াবট উষ্ণায়ন হাতড়ায়,
পাতায় লেগে আছে কুয়াশা-আদর..
যাবতীয় স্মৃতির অভিধান ঘিরে
প্রশ্বাস ফেলে অসংলগ্ন শব্দমালা,
জলরঙা গোধূলি ক্যানভাস মেলে ধরে—
অপ্রাসঙ্গিক দৃশ্যকল্প কবিতা হয়ে ওঠে...
ব্রততী সান্যাল
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন