শুভ আঢ্য

শুভ আঢ্য


টিনটিন

রিপোর্ট করার কিছু নেই
দেখি যা কিছু পোর্টফোলিও, তা নিয়ে হাঁটছে টিনটিন
তার ছোট্ট চুলের গোছে নড়ে উঠছে শৈশব
সাদা কুট্টুসের মত, আমি তাঁকে স্নোয়ি বলি না

টিনটিন পেরিয়ে যাচ্ছে জঙ্গল ও রকেটলঞ্চার
টিনটিন পেরিয়ে যাচ্ছে রেডইণ্ডিয়ান

অথচ ক্যাপ্টেন ঘরে নেই
তাঁর পূর্বতন দ্বাদশ পুরুষের ছবি আমি ঘরের দেওয়ালে টাঙাই
যারা বোম্বেটে হয়েই রইল এখনও
তার হুইস্কি এখনও ওরাং ওটাং-এর পায়ের কাছেই
আর লোহিত সাগর যাত্রা দেখতে দেখতে একটা সমুদ্র
বদলে নিচ্ছে নোনাজল, জেলিফিশ আর জাহাজঘাট

আর বন্ধুত্ব মৃদুজলে আর খরজলে
মেনে নিতে পারেনি জনসন রন্সনেরাও
এমনকি ক্যালকুলাসও জানতেন না সে বিষয়বিধি

যদিও হ্যাডকের কথা ভেবে হার্জ
আদৌ কিছু লিখেছিলেন কিনা
যদিও প্রতিটা ভিলেনের সেই দোসরগুলোর কথা ভেবে
ক’টা ব্লক আঁকা হয়েছিল
তা নিয়ে রিপোর্ট করার কিছুই নেই আর




শুভ আঢ্য শুভ আঢ্য Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.